ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে ১০% নারী ঘরোয়াভাবে মাছচাষে সম্পৃক্ত

দেশের অর্থনীতির চাকা শক্তিশালী করতে হলে পুরুষের সাথে নারীদেরও আত্মনির্ভরশীল কাজে সম্পৃক্ত করা দরকার। উন্নয়নের শ্রোতধারায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। মৎস্য উৎপাদন ভোগ্য চাহিদা পুরণের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটায়। কক্সবাজারে ১০ শতাংশ নারী ঘরোয়াভাবে মাছচাষে জড়িত হয়ে এ উৎপাদন ও পারিবারিক সমৃদ্ধি বাড়াচ্ছে।

কোস্ট ট্রাস্টের জেন্ডার এন্ড কোস্টাল এ্যাকুয়াকালচার প্রকল্পের কর্মশালায় নারী উদ্দোক্তারা তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে গ্রামগঞ্জে ব্যাপক উন্নয়ন প্রকল্প তৈরির আহবান জানান।

অংশগ্রহণকারীরা জানান, করোনাকালে তাদের খেত-খামারের প্রচুর ক্ষতি হয়েছে। মাছ, পানের দাম পাননি তারা। সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। পরিবারের প্রায় সবাই বেকার। এই মুহুর্তে ঘুরে দাঁড়াতে বিকল্প কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান দরকার। কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা পেলে নিজেদের পাশাপাশি এলাকাকেও সমৃদ্ধ করতে পারবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন