ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বস্তি ফিরেছে সবজি বাজারে

রাজধানীতে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগমের সরবরাহ বৃদ্ধি পাওয়াতে কমেছে সবজির দাম। বর্তমানে বেশকয়েকটি সবজি কেজি প্রতি ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সেই সাথে কমেছে পেঁয়াজ, ডিম, মুরগি ও নতুন আলুর মূল্য। ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

জানা গেছে, আজ শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, শিম বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা, যা গেল সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা। অথচ নভেম্বরের মাঝামাঝি সময়েও এই সবজির কেজি ১২০ টাকায় কিনতে হয়েছে সাধারণ ক্রেতাদের।

শীতের অন্যতম সবজি ফুলকপি এবং বাঁধাকপির মূল্যও কমেছে। ফুলকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা। তবে বাজারে বর্তমানে বড় ফুলকপির সরবরাহ অনেক বেশি। বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা। মুলার দাম কমে ১৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। শাল গমের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, লাউ এখন ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আর গাজরের দাম কমে ৪০-৫০ টাকায় নেমে এসেছে।

সবজি, নতুন আলু ও পেঁয়াজের পাশাপাশি ডিম ও মুরগির মূল্যও কমেছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকা, বয়লার মুরগির দাম কমে ১২৫-১৩০ টাকা হয়েছে।

কারওয়ানবাজারে ব্যবসায়ী মোঃ আওলাদ জানান, কিছুদিন আগে অধিকাংশ সবজির দাম ১০০ টাকার কাছাকাছি ছিল। এখন ৩০ টাকার মধ্যে অনেক সবজি পাওয়া যাচ্ছে। বাজারে প্রতিনিয়ত শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সামনে সবজির দাম আরো কমবে।

কারওয়ানবাজার থেকে বাজার করা খায়রুল হোসেন জানান, সবজির মূল্য কমায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি। কিছুদিন আগেও এক’শ টাকা দিয়ে একবেলার সবজি কেনা যাচ্ছিল, এখন এক’শ টাকা দিয়ে অনেকগুলো সবজি কিনতে পাড়ছি। তবে পেঁয়াজ ও আলুর দাম এখনও বেশি। আলু, পেঁয়াজের দাম আরও কমা উচিত।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন