ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বস্ত্র ও পোশাক মেলা শুরু ৭ নভেম্বর

রাজধানির আন্তরজাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বস্ত্র ও পোশাক খাতের চারটি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে । গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি, প্রিন্টিং প্যাকেজিং ও সাইন মেশিনারি, ডাইস পিগমেন্ট ও কেমিক্যাল এবং ইয়ার্ন ও ফেব্রিকস এই চারটি কম্পানী মেলায় অংশগ্রহন করবে ।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আগামী ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক খাতকে তুলে ধরতেই মেলাগুলোর আয়োজন করছে রেডকার্পেট-৩৬৫।

এবারের মেলায় ১৪টি দেশের বস্ত্র ও পোশাক শিল্পের ডিজাইন, পেপার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ড্রাস্ট্রির সঙ্গে জড়িত সব যন্ত্রপাতি, টেকনোলজি ও অ্যাকসেসরিজ উৎপাদনকারী, সরবরাহকারী এবং আমদানিকারকরা অংশ নিচ্ছেন। তারা তাদের পণ্যের নতুনত্ব এবং এ খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন। দর্শনার্থীদের জন্য সকাল মেলা সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

আন্দবাজার/ফাহির

সংবাদটি শেয়ার করুন