ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সেরা সিনেমার পুরস্কার পেল ‘ন ডরাই’

সেরা সিনেমার পুরস্কার পেল 'ন ডরাই'

২০১৯ সালের ঘোষিত সেরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘ন ডরাই’ চলচ্চিত্রটি। একইসঙ্গে সেরা পরিচালক তানিম রহমান অংশু ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন সুনেরাহ বিনতে কামাল। 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানা গেছে, ২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। তার মধ্যে সেরা ছবি হিসেবে দ্বৈতভাবে পুরস্কার ঘরে তুলেছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা।

‘ন ডরাই’ সিনেমাটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান রুহেল। রুহেল চট্টগ্রামে মিরসরাইয়ের সাংসদ সদস্য ও আ’ লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে।

এদিকে ‘ন ডরাই’ ছবিতে প্রথম অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। আর প্রথম ছবিতেই বাজিমাত করলেন এই অভিনেত্রী।

শিগগিরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এছাড়াও ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’। তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি।

আনন্দবাজার/শাহী/মতিন

সংবাদটি শেয়ার করুন