শীতের আগমনে বাড়ছে সবজির সরবরাহ। একইসাথে পাইকারি বাজারগুলোতেও কমেছে নানা রকম সবজির দাম। কিন্তু এদিকে কম দামে সবজি বিক্রি করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। আবার খুচরা পর্যায়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সেসব সবজি। পাইকারি ক্রেতার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় সবজির দাম কমেছে বলে জানান আড়তদাররা।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে নাটোর শহরের স্টেশন পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, এখানে প্রতিদিনই বাড়ছে সবজির সরবরাহ, ফলে কমছে দামও।
বাজারে আসা কৃষকরা জানান, ব্যাপারীরা কম দামে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছেন সবজি, এছাড়া সবজির বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্ত্বভোগীদের মুনাফা রোধে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং করার দাবি জানান কৃষকরা।
এ বাজারে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ মণ সবজি উঠলেও এখন উঠছে প্রায় ৫০০ মণ। অতিরিক্ত সবজি সরবরাহের কারণে কমছে দাম বলে জানান আড়তদাররা।
চলতি বছর জেলায় ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। আর গত দুই সপ্তাহে নাটোর জেলার দেড়শ’ হেক্টর জমি থেকে প্রায় ২৭ হাজার মেট্রিক টন সবজি সরবরাহ করা হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস