ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেয়াঁজের মূল্যবৃদ্ধি রোধে উকিল নোটিশ

সম্প্রতি সুপ্রিম কোর্টের এক আইনজীবী পেঁয়জের মূ্ল্য পেয়াঁজের মূল্যবৃদ্ধি রোধে স্থায়ী সমাধানে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন ।

আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশটি পাঠান। তিনি রবিবার সাংবাদিকদের এ বিষয়টি জানান।

উক্ত নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যানকে আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। এই আইনজীবী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এই বিষয়ে সমাধান না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশে আরও বলা হয়েছে, পেয়াঁজের এই সমস্যার স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে যথাযথ কার্যকরি উদ্যোগ নিতে হবে। পেয়াঁজ নিয়ে সবধরনের বিদেশী রাজনৈতিক খেলা বন্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি নীতি বিশেষ শর্ত আরোপ করতে হবে। এবং একই সথে রাজস্ব বোর্ডকে বিশেষ শুল্ক নীতি প্রণয়ন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন