ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেট : ৩৬ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো এদিন মোট ৪৩ লাখ ২৮ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা যায়, সপ্তাহের শেষ কার্যদিবস ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটি ১০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা। কোম্পানিটি ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিকে স্কয়ার ফার্মা ৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো : আমরা নেটওয়ার্কস, আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ডোমিনেজ স্টিল, ইস্টার্ণ ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, হামিদ ফেব্রিক্স, ইফাদ অটোস, লংকাবাংলা ফিন্যান্স, মালেক স্পিনিং, ম্যারিকো, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, মুন্নু অ্যাগ্রো মিলস, মুন্নু সিরামিক, এনসিসি ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসকে ট্রিমস ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন