ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সাড়া ফেলেনি ‘বিশ্বসুন্দরী’

সাড়া ফেলেনি ‘বিশ্বসুন্দরী

সিয়াম ও পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’র ট্রেলার খুব একটা সাড়া ফেলেনি দর্শকদের মাঝে। তবে প্রকাশের পর থেকেই অনেক আলোচনায় ছিল চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’।

জানা গেছে, গতকাল বুধবার (২ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে ‘বিশ্বসুন্দরী’ ট্রেলারটি। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চম্পা, আলমগীর, মনিরা মিঠু, আনন্দ খালেদ, খালেদ হোসাইন সুজন প্রমুখ।

ছবির ২ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারে খুব একটা খুশি হতে পারেননি সিনেপ্রেমীদের কেউই। ভিডিওর কমেন্টস থেকে তার ধারণা অনেকটাই পাওয়া গেছে। মুনতাসির মামুন নামের এক নেটিজেন লিখেছেন, কেমন জানি নাটক নাটক ভাব ছবিটিতে। তবুও সিয়ামের জন্য হলেও শুভ কামনা।

এমনকি ছবির ট্রেলারে কালার গ্রেডিং নিয়েও ব্যাপক হতাশা প্রকাশ করেছেন অনেকেই। আশরাফুল ইসলাম নামের একজন লিখেছেন, এমন হওয়ার কথা ছিলো না। এতো অগোছালো কেন? কেমন একটা ঝিম ধরা টাইপের ট্রেলার হয়েছে ছবিটির। তাদের মত আরও অনেক নেটিজেনরা এমন ধরণের মন্তব্য করেছে।

তবে নিজের প্রথম পরিচালিত সিনেমা ‘বিশ্বসুন্দরী’ নিয়ে অনেক আশাবাদী বলে চয়নিকা চৌধুরী জানান, ছবিটি নিয়ে টেনশনে আছি অনেক। আমি অনেক যত্ন করে ছবিটি বানিয়েছি। ভাগ্য খারাপ নাকি ভালো বুঝতে পারছিনা না। তবে আমি সৌভাগ্যবান, এত বড় বাজেটের একটি সিনেমা প্রযোজক মুক্তি দিতে রাজি হয়েছেন।

সিনেমার কালার গ্রেডিং একদম পারফেক্ট আছে। এ নিয়ে দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই উল্লেখ করে পরিচালক আরও জানান, ইউটিউবে আসলে পরিপূর্ণভাবে ছবির সব কিছু বোঝা যায় না। কিন্তু পর্দায় সবকিছু পারফেক্ট থাকবে। আমি আশা করি, পর্দায় দর্শকের চাহিদা মিটবে। আমার যেটা ভালো লাগে সেটা আমি করেছি। তবে সেটা আরেকজনের ভালো নাও লাগতে পারে। অন্যের ভালো লাগে নাই বলে আমার জিনিসটা খারাপ তাও কিন্তু না। তাই সবাইকে সম্মান দিয়ে বলছি, আপনার ভালো লাগে নাই কিন্তু বাকি দশজনের ভালো লাগতে পারে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন