প্রথম যে তেরোটি অঙ্গরাজ্যের সমন্বয়ে যুক্তরাষ্ট্র গঠিত হয় তার অন্যতম নিউ জার্সি। অঙ্গরাজ্যটিতে সরকার অনুমোদিত বিভিন্ন নামাজের জায়গা থাকলেও এতোদিন বড় আকারের কোনো মসজিদ ছিলো না। সম্প্রতি নিউ জার্সির মুসলিম ফেডারেশন জার্সি সিটিতে নতুন একটি মসজিদ নির্মাণ হওয়ার খবর জানিয়েছে।
নিউ জার্সি মুসলিম ফেডারেশন, নিউ জার্সি সিটিতে অবস্থিত একটি ইসলামিক অলাভজনক প্রতিষ্ঠান। এই ফেডারেশনটির উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে একটি গম্বুজ ও মিনারসহ দ্বিতল মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে মুসলিম ফেডারেশন কর্তৃপক্ষ।
নিউ জার্সি মুসলিম ফেডারেশনের সভাপতি আরশাদ চথা জানান, এই সিটিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমাদের ইবাদত-বন্দেগির জন্য আরও বড় জায়গা প্রয়োজন। যেহেতু এটি একটি ধর্মীয় স্থান, তাই এটি সৌন্দর্যময় এবং শালীন দৃষ্টিভঙ্গিতে নির্মাণ করতে হবে।
তিনি আরও বলেন, আশির দশকে এই শহরে অফিস গ্রহণের পর থেকে এ পর্যন্ত মুসলিম জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। শহরে বসবাসরত মুসলমানেরা দীর্ঘদিন পালাক্রমে একে অপরের বাড়িতে জামাতের নামাজ আদায় করতো। এই মসজিদ নির্মাণ হলে, মুসলমানদের একটি সম্মিলিত ইবাদতের স্থান হবে।
স্থপতি জেইনা হুসেন জার্সি সিটির ৫৩০ মন্টগোমেরি স্ট্রিটে নির্মিতব্য নতুন মসজিদটির নকশা করেছেন।
আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে নতুন মসজিদ নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আনন্দবাজার/টি এস পি