ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আপনি জানেন কি? গড়ে কতটি সন্তান জন্ম দেন উগান্ডার নারীরা !

পূর্ব আফ্রিকার ছোট্ট একটি দেশ উগান্ডা। নানা কারণে যে দেশটি বারবার উঠে আসে আলোচনায়। জাতিগতভাবে বৈচিত্রে ভরা দেশটির রয়েছে নানা ঐতিহ্য। ভৌগলিকভাবে দেশটির উত্তরে সুদান, দক্ষিণে তানজানিয়া, পূর্বে কেনিয়া এবং পশ্চিমে কঙ্গো প্রজাতন্ত্র। দেশটির রাজধানী কাম্পালা। উগান্ডা নামটির উৎপত্তি হয়েছে বুগান্ডা রাজত্ব থেকে।

দেশটির ভূ-প্রকৃতিতেও রয়েছে বেশ বৈচিত্র। সাভান্না তৃণভূমি, ঘন অরণ্য, উঁচু পর্বত ও আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের অর্ধেকের বেশি এ দেশে অবস্থিত। উন্নয়নশীল এই রাষ্ট্রটির অর্থনীতি মূলত কৃষিনির্ভর।

আদিম শিকারী মানুষেরা উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল। আনুমানিক ২০০০ বছর পূর্বে বান্টু ভাষাভাষী জনগণ প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকা থেকে অভিবাসী হয়ে দেশটির দক্ষিণাংশে বসবাস শুরু করে। এই জনগোষ্ঠী লোহার ব্যবহার সম্পর্কে অধিক জ্ঞান রাখতো।

চলুন জেনে নেওয়া যাক উগান্ডা সম্পর্কে অজানা কিছু তথ্য,

১। উগান্ডাকে বলা হয় “আফ্রিকার মুক্তো”।

২। দেশটির প্রায় ৪ কোটি ২৮ লাখ জনসংখ্যা যার অর্ধেকের বয়স ১৪ বছরের কম। একারণে উগান্ডাকে তারুণ্যের দেশ বলা হয়ে থাকে।

৩। উগান্ডাকে বলা হয় “আফ্রিকার ফলের ঝুড়ি”। দেশটির মাটি খুব উর্বর, যে কারণে সেখানে প্রচুর ফসল ফলে।

৪। উগান্ডার অধিবাসীরা ৩০টির বেশি ভাষায় কথা বলেন। তবে সরকারি ভাষা দুটি – ইংরেজি এবং সোয়াহিলি।

৫। উগান্ডার সরকারী মুদ্রা উগান্ডান শিলিং। বাংলাদেশের সাথে তাদের মুদ্রার তফাৎ হচ্ছে, বাংলাদেশে ১ টাকা মানে উগান্ডার প্রায় ৪৩ টাকা।

৬। উগান্ডায় প্রত্যেক নারী গড়ে প্রায় ৬টি সন্তানের জন্ম দেন। এর মধ্যে দেশটির ৩৬ বছর বয়সী এক নারী মোট ৪৪টি সন্তানের জন্ম দিয়েছেন।

৭। দেশটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সবসময় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করে এবং দেশটিতে সবসময়ই তাদের হাতে ক্রিমিনালদের উপর ক্রাসফায়ারের অনুমতি থাকে।

৮। দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি একইসাথে রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান।

৯। উগান্ডাকে বলা হয় “আফ্রিকার ফলের ঝুড়ি”। এদের জাতীয় খাবার কলা আর ভূট্টা। তারা সাধারণত দিনে তিন বেলা কলা আর ভূট্টা খায়।

১০। ধর্ষণ ছাড়া বাকি সব সম্পর্ক বৈধ বলে বিবেচনা করে দেশটির আইন।

১১। এখানে একটি গাছ কাটলে একই সময়ে আরও তিনটি গাছ লাগাতে হয়।

১২। উগান্ডায় প্রায় ৭৫০টি পাহাড়ি গরিলা রয়েছে। যেখানে অন্য কোনো দেশেই হাতেগোণ‍া কয়েকটার বেশি গরিলা নেই।

১৩। উগান্ডা আমাদের দেশের মতোই কৃষি প্রধান এবং উন্নয়নশীল রাষ্ট্র। উগান্ডার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে উগান্ডায় জমি ইজারা নিয়েছে।

১৪। উগান্ডায় সর্বাধিক প্রচলিত ধর্ম হলো খ্রিস্টধর্ম। তবে ১৪ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী।

১৫। দেশটির মোট জিডিপি প্রায় ৩০.৭৫ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ৭৬৯ মার্কিন ডলার।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন