বেনাপুল বন্দরে দ্বিতীয় দিনের মতো আজও আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে । ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভার নষ্ট হয়ে পড়ায় এ অবস্থার তৈরি হয়েছে । কিন্তু পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক রয়েছে ।
আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েক শত পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকাখানায় ব্যবহৃত কাঁচামাল, খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্যও রয়েছে। দ্রুত বাণিজ্য সচল না হলে ব্যবসায়ীরা লোকসানের কবলে পড়বেন।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক বলেন, ইতিমধ্যে জানতে পেরেছি পেট্রাপোল বন্দরে টেকনিশিয়ান এসে কাজ শুরু করেছে । মেরামত কাজ শেষ হতেই পুনরায় আমদানি-রফতানি শুরু হবে। আমরা পণ্য গ্রহণ ও প্রদানের জন্য প্রস্তুত রয়েছি।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকে রোববার (৩ নভেম্বর) দুপুর পর্যন্ত এ পথে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে ।
আন্দবাজার/এফ আই বি