ঢাকা | শুক্রবার
২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের ঊর্ধ্বমুখীতায় চলছে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখীতায় চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শুরুর পর সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স গত দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১১৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৭১৭ পয়েন্টে অবস্থান করে।

বেলা ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ২০৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ১৮৪টির দাম বেড়েছে, ৬৫টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কম্পানির শেয়ার দর।

এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো প্যারামাউন্ট টেক্সটাইল, নিটোল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আমান ফিড, অ্যাসোসিয়েড অক্সিজেন, ন্যাশনাল ফিড, প্রগতি ইন্স্যুরেন্স, কাসেম ইন্ডাস্ট্রি ও লার্ফাজহোলসিম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর পর সকাল ১১টায় সিএএসপিআই সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৬২টি কম্পানির দাম বেড়েছে, ২৯টি কম্পানির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কম্পানির শেয়ারের দর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন