সকালে আলো ফোটার সাথে সাথেই ক্রেতার বিক্রেতার হাঁকডাকে বেশ সরগরম হয়ে ওঠে চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট পালবাজার। দেশের বিভিন্ন প্রান্তসহ জেলার উৎপাদিত নানা জাতের সবজি পাওয়া যায় এ বাজারে। শীতকালীন টাটকা সবজির সরবরাহ ও দাম কম থাকায় ভিড় জমিয়েছেন ক্রেতারা।
পালবাজারে শিম, গাজর, মুলা, কাঁচা টমেটো, বাধাকপিসহ শীতকালীন নানা সবজির সঙ্গে আগাম আলু উঠতে শুরু করেছে বাজারে। দেশের বিভিন্ন স্থান এবং জেলার কৃষকের উৎপাদিত বিষমুক্ত ও তরতাজা সবজি পেয়ে সন্তুষ্ট ক্রেতারা।
সরবরাহ বাড়ায় দামও কমে গেছে। অন্যদিকে পর্যাপ্ত সরবরাহ হওয়ায় এসব সবজির চালান নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা।
এক ব্যবসায়ী বলেন, কাঁচামাল প্রচুর আমদানি হচ্ছে। ফলে সবজির দামও কমছে।
প্রতিদিন ভোর সাতটা থেকে বেলা বারোটা এবং বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পাইকারি এই বাজারে বেচাকেনা চলে।
আনন্দবাজার/ইউএসএস