স্যামসাং গ্যালাক্সি এস ২১ সিরিজে থাকছে বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার। এছাড়াও গ্যালাক্সি এস ২১ সিরিজে থাকছে বেশ কিছু চমক।
জানা যায়, ওয়ান ইউ আই-এর ভার্সন যুক্ত গ্যালাক্সি এস ২১। বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার ব্যবহার করার জন্য থাকবে অপশন। হাই বিক্সবি বললেই খুলে যাবে ফোন। আগামী বছর থেকে ব্য়বহার করা যাবে এই ফিচার।
যেভাবে কাজ করবে এই ফিচার
আপনি হাই বিক্সবি বললেই আপনার নির্দেশ ফোনকে দেবে বিক্সি। ফোনটি প্রাথমিক পর্যায়ে ভয়েস পাসওয়ার্ড তৈরির অপশন দেবে। যাতে করে হ্যান্ডস ফ্রি পাসওয়ার্ড সেট করা যায়। তবে এখনই এই ফিচারটি ব্য়বহার করা যাবে না।
জানা যায়, ওয়ান ইউ আই ৩.১ ভার্সনে এই ফিচার ব্য়বহার করা যাবে। তবে স্যামসাং এখনও সব তথ্য প্রকাশ করেনি।
গ্যালাক্সি এস ২১ আনুষ্ঠানিক প্রকাশ হবে ২০২১ সালের জানুয়ারি মাসে। ফোনটি বাজারে মিলবে ফেব্রুয়ারি মাস থেকে।
আনন্দবাজার/টি এস পি