ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চার বছরের মধ্যে সর্বোচ্চ পতন স্বর্ণের দামে

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকাটই এগিয়েছে বিশ্ব। সংক্রমণের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়লেও যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেনসহ কয়েকটি দেশ ভ্যাকসিন তৈরি ও তা বাণিজ্যিকভাবে বাজারে আনার পথে দৃশ্যমান সাফল্য পেতে শুরু করেছে। এতে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার চাঙ্গা হলেও দাম কমতে শুরু করেছে স্বর্ণের।

এ ধারাবাহিকতায় গতকাল যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম কমে আউন্সপ্রতি ১ হাজার ৭৭০ ডলারের নিচে নেমেছে। চলতি মাসে মূল্যবান ধাতুটির দামে চার বছরের মধ্যে সর্বোচ্চ পতন দেখা গেছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে আশাবাদ যত বাড়ছে স্বর্ণের দাম ততই কমতে শুরু করেছে। তবে অনেক বাজার বিশ্লেষক বলছেন, স্বর্ণের এ দরপতন সাময়িক। দীর্ঘমেয়াদে মূল্যবান ধাতুটির বাজার চাঙ্গা থাকতে পারে।

সর্বশেষ কার্যদিবসের শুরুতে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়ায় ১ হাজার ৭৬৬ ডলার ২৬ সেন্টে। তবে দিন শেষে মূল্যবান ধাতুটি আউন্সপ্রতি ১ হাজার ৭৭৪ ডলার ৬৫ সেন্টে বিক্রি হয়। এ সময় ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ১ হাজার ৭৭২ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম।

যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাসে স্বর্ণের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে গেছে। ২০১৬ সালের নভেম্বরের পর আর কোনো মাসে মূল্যবান ধাতুটির দাম এতটা কমেনি।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে আউন্সপ্রতি ২ হাজার ৫০ ডলারে। আর ২০২১ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে তা আউন্সপ্রতি ২ হাজার ৩৪০ ডলারে উন্নীত হতে পারে। এমনটা হলে সেটা হবে ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন