ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেট : ২০ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৯১ হাজার ৬৪১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটি মোট ৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটি মোট ৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিকে ৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো : আমান কটন ফাইবার্স, বেক্সিমকো ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, ডাচ-বাংলা ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, মোজাফফর হোসাইন স্পিনিং, মুন্নু সিরামিকস, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, সী পার্ল বীচ ও এসকে ট্রিমস লিমিটেড।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন