মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা গেল কার্যদিবসের থেকে ১৪০ কোটি ৩৬ লাখ টাকা কম। এর আগে সোমাবার লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ২১ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯টি কোম্পানির শেয়ার দর।

এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মিলান ডার্বিতে জয় পেয়েছে এসি মিলান

সংবাদটি শেয়ার করুন