ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ৩ কৃতি সন্তানের প্রয়াণে শোক সভা

ব্রাহ্মণবাড়িয়াা কৃতি সন্তান দেশবরেণ্য সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান, নাট্যজন আলী যাকের ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান এর প্রয়াণে শোক সভা হয়েছে।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি পাঠাগারের উদ্যোগের এই সভার আয়োজন করা হয়। এতে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি পাঠাগারের আহব্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বিশেষ অতিথি ছিলেন কবি জয়দুল হোসেন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, নারী সংগঠক নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব।

এ সময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার এই তিন কৃতি সন্তানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাদের জীবদ্দশায়ের বিভিন্ন গৌরবোজ্জল কর্মযজ্ঞ তুলে ধরেন। পাশাপাশি তাদের অর্জন জেলাবাসীসহ সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/নয়ন

সংবাদটি শেয়ার করুন