ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ম্যারাডোনার কবরে পুলিশি পাহারা

ম্যারাডোনার-কবরে-পুলিশি-পাহারা

সম্প্রতি মৃত্যুবরণ করেছেন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। তার বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। এবার ম্যারাডোনার কবর থেকে তার মরদেহ চুরি ঠেকাতে পুলিশি পাহারা বসিয়েছে আর্জেন্টিনার অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তৃপক্ষ।

ব্রিটিশ মিডিয়া দ্য সান জানায়, বুয়েন্স আয়ার্সের উপশহরে সমাধিস্থল ভেলা ভিস্তায় ২০০ সশস্ত্র পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, সমাধি ভেঙে ফেলতে পারে ম্যারাডোনার অন্ধ সমর্থকরা। প্রিয় তারকাকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে মমি করে রাখতে চুরি করতে পারে তার দেহ কিংবা দেহের কোনো অংশবিশেষ। এ কারণেই অন্তত এক সপ্তাহ ভেলা ভিস্তা সমাধিস্থলকে কঠোর পাহারার ব্যবস্থা করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ।

ম্যারাডোনার সমাধিতে চুরির ব্যাপারে শঙ্কা তৈরির কারণও রয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষের। ১৯৮৭ সালের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্যই এই সশস্ত্র পাহারার ব্যবস্থা করেছে তারা। এর আগে ১৯৮৭ সালে সাবেক আর্জেন্টাইন প্রেসিডেন্ট হুয়ান পেরনের সমাধি ভেঙে তার দেহ চুরি করেছিল তার কিছু অন্ধ ভক্ত।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন