এবার ড্রোন হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডার। সিরিয়া-ইরাক সীমান্তে চালানো ওই হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। শনি থেকে রবিবারের মধ্যে কোনো এক সময় তাদের ওপর হামলা চালানো হয়েছিল। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল-আরাবিয়াহ জানিয়েছে, সিরিয়া সীমান্ত অতিক্রম করার সময় আল-কিয়াম সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। তাদের মরদেহ উদ্ধারে ইরাকি আধাসামরিক বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
তবে হিজবুল্লাহ সংশ্লিষ্ট নেটওয়ার্ক আল-মিয়াদান এই খবর অস্বীকার করেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা এমন দাবি করেছে।
এর আগে গত জানুয়ারিতে, ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি মার্কিন গুপ্তহত্যার শিকার হয়েছিলেন। তখন তার সঙ্গে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী মোবিলাইজেশন ফোর্সের উপ-কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছিলেন।
আনন্দবাজার/ডব্লিউ এস