ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল সৌদি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বেশ কিছু আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিকের পথে হাঁটছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব। এখন থেকে সৌদির আকাশপথ ব্যবহার করতে পারবে সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েলের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান।

সংবাদ সংস্থা রয়টার্স এবং ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জেয়ার্ড কুশনারের সাথে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর ইসরায়েলি বিমান চলাচলে আকাশপথ ব্যবহারের বিষয়ে রাজি হয়েছে রিয়াদ।

কুশনার, যুক্তরাষ্ট্রে মধ্যপাচ্যের বিশেষ দূত আভি বেরকোয়িতজ এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ উপদেষ্টা ব্রায়ান হুক সৌদি আরবে পৌঁছানোর পর কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রথমেই এ বিষয়টি তুলি ধরেছেন। গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, আমরা এ বিষয়টি মিটমাট করতে সক্ষম হয়েছি।

সৌদি সফরের পর কাতারে যাবে জেয়ার্ড কুশনার এবং তার একটি টিম। প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মধ্যকার দীর্ঘদিনের সংকট সমাধানে ওই দুই দেশের সাথে আলোচনা করবেন তারা। সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের সঙ্গে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের চুক্তি হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন