ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গভীর সংকটে ভারতের ইস্পাত শিল্প

কভিড- ১৯ এর জের ধরে টানা লকডাউনে টালমাটাল অবস্থায় পড়েছে ভারতের অর্থনীতি। এতে চরম ক্ষতির মুখে পড়েছে দেশটির ইস্পাত শিল্প। ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ। 

তবে, করোনার ধাক্কায় চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) দেশটিতে শিল্প ধাতুটির সম্মিলিত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কমে আট কোটি টনের নিচে নেমে এসেছে।

একই কারণে ২০২০ সালে দেশটিতে ইস্পাতের অভ্যন্তরীণ চাহিদাও আগের বছরের তুলনায় ১২ শতাংশ কমে আসার আশঙ্কা করা হচ্ছে। উৎপাদন ও চাহিদায় এ মন্দা ভাবের ধারাবাহিকতায় আগামী দিনগুলোয় গভীর সংকটে পড়তে পারে ভারতের ইস্পাত শিল্প।

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে ভারতের কারখানাগুলোয় সর্বমোট ৭ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম।

২০১৯ সালের জানুয়ারি-অক্টোবর সময়ে দেশটিতে মোট ৯ কোটি ৩০ লাখ ৩০ হাজার টন ইস্পাত উৎপাদন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারতে শিল্প ধাতুটির উৎপাদন কমেছে ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টন।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন