ইস্পাত উৎপাদনে এগিয়ে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদনের সিংহভাগই জোগান দেয় দেশটির কারখানাগুলো। করোনা মহামারির মধ্যে বেশির ভাগ দেশের ইস্পাত শিল্প উৎপাদন সংকটে ভুগলেও ভিন্নচিত্র দেখা গেছে চীনে।
চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পযর্ন্ত দেশটির কারখানাগুলোয় শিল্প ধাতুটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৫ শতাংশ বেড়ে ৮৭ কোটি টন ছাড়িয়ে গেছে।
চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশনের (সিআইএসএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিআইএসএর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে চীনের কারখানাগুলোয় সর্বমোট ৮৭ কোটি ৪০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন কমেছে ৫ দশমিক ৫ শতাংশ।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশটিতে সর্বমোট ৯ কোটি ২২ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের মাসের তুলনায় সামান্য কম। গত সেপ্টেম্বরে চীনে সর্বমোট ৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার টন ইস্পাত উৎপাদন হয়েছিল।
এর মধ্য দিয়ে দেশটিতে টানা দুই মাস ধরে ইস্পাত উৎপাদনে মন্দা ভাব দেখা গেছে। তবে সেপ্টেম্বরের তুলনায় কমলেও গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে চীনে শিল্প ধাতুটির উৎপাদনে ১৩ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।
সূত্র : সিনহুয়া ও মেটাল বুলেটিন
আনন্দবাজার/ইউএসএস