ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির মোট ৫২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার বেক্সিমেকা ফার্মা লিমিটেড মোট ৩৬ লাখ ৪১ হাজার শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে আছে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ৬০ লাখ ৮৯ হাজার ৭৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৩৩ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে আছে বেক্সিমকো। আজ কোম্পানিটির মোট ৯২ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ৮৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো : সন্ধানী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন