ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

সোমাবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা গত কার্যদিবসের থেকে ৩৭ কোটি ৯৯ লাখ টাকা বেশি। এর আগে রবিবার লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ২১ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির শেয়ার দর।

এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৫ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার দর।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন