ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি রোগী বাড়ায় খুশি কলকাতার হাসপাতালগুলো!

বাংলাদেশি রোগী বাড়ায় ব্যাপক খুশি কলকাতার হাসপাতালগুলো! পশ্চিমবঙ্গের কলকাতার বেসরকারী হাসপাতালগুলির অন্যতম প্রধান আয়ের উৎসই বাংলাদেশ থেকে আসা রোগী। কিন্তু স্বাভাবিক ভাবেই হাসপাতালগুলিতে বাংলাদেশি রোগীর সংখ্যা কমতে থাকে। কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের পথে এগোতেই আবার বাংলাদেশি রোগীর সংখ্যা বাড়ছে। আর তাতেই দীর্ঘ ৭ মাস পর আশার আলো দেখতে পাচ্ছে কলকাতার বেসরকারী হাসপাতালগুলি।

বিশেষ করে গেল কয়েক মাসের তুলনায় চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ থেকে আসা রোগীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আগামী কয়েক সপ্তাহে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন অধিকাংশ বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ।

দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র জানান, বাংলাদেশ থেকে আসা রোগীর সংখ্যা বাড়ছে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে। বর্তমানে ১১ জনের মতো বাংলাদেশি রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন।তবে গেল ১৫  দিন ধরে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১০-১১ জন বাংলাদেশি রোগী আসছেন চিকিৎসা নিতে।

 তিনি আরও বলেন, করোনার আগে পর্যন্ত বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে ৪৫ জনের মতো রোগী বহির্বিভাগে দেখাতে আসেন। এছাড়াও গড়ে ১৫ জন বাংলাদেশি রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকেন। এছাড়া মুকুন্দপুরের আরেকটি বেসরকারি হাসপাতাল ‘রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিউট অব কার্ডিয়াক সায়েন্সেস’ (আরটিআইআইসিএস) এও বাংলাদেশি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আরটিআইআইসিএস’এর আঞ্চলিক পরিচালক আর. ভেঙ্কটেশ জানান, চলতি নভেম্বরেই বহির্বিভাগে বাংলাদেশি রোগীর সংখ্যা আশ্চর্যজনক ভাবে বেড়ে গেছে। আর আমরা আশা করছি যে চলতি মাসেই বহির্বিভাগে ৬০০ বাংলাদেশি রোগী আসবেন। আর ডিসেম্বরে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। কিন্তু করোনার পূর্বে যত সংখ্যায় বাংলাদেশি রোগীরা এখানে আসতেন তা হয়তো হবে না।

অপরদিকে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের চেয়ারপার্সন অলোক রায় বলেন, বর্তমানে তাদের হাসপাতালে দৈনিক ১২ জনেরও কম বাংলাদেশি রোগী চিকিৎসা করাতে আসছেন তবে আগামী দিনে সংখ্যাটা বৃদ্ধি পাবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন