ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকে তেল শোধনাগারে আইএসের রকেট হামলা

ইরাকে তেল শোধনাগারে আইএসের রকেট হামলা

উত্তর ইরাকের সিনিয়া তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে আইএসের উগ্রবাদীরা। এই হামলায় সেখানে আগুন লেগে যায়। এবং সেখানকার কাজ বন্ধ করে দেয়া হয়।

আজ সোমবার সকালে ইরাক সরকার জানায়, ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।

উত্তর ইরাকের একটি ছোট তেল শোধনাগার সিনিয়া। গতকাল রবিবার আচমকাই সেখানে পর পর দু’টি রকেট এসে পড়ে। মুহূর্তের মধ্যেই চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘটনাস্থল থেকে দ্রুত কর্মীদের সরিয়ে দেওয়া হয়।

এ হামলার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে বলে হুমকিও দেয় তারা। তেল শোধানাগারে দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল বলে দাবি করেন তারা। তবে কেন তারা তেল শোধনাগারে হামলা চালালো, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন