ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে : ফাউসি

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে : ফাউসি

যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির সংক্রামক রোগের বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে-কে কেন্দ্র করে লোকজন ছুটি কাটাতে পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়। এ বছরও থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে হাজার হাজার মানুষ বাড়ি ফিরছেন।

অ্যান্থনি ফাউসি বলেন, এখনও খুব বেশি দেরি হয়নি। লোকজন ভ্রমণের সময় মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারেন।

প্রায় আড়াই কোটির বেশি মানুষ থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে দেশটির বিভিন্ন বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। বিশেষজ্ঞরা এ বছরের থ্যাঙ্কগিভিংয়ের ছুটি বাড়িতেই কাটানোর আহবান জানালেও বিমানবন্দরগুলো এই সময়ে খুব ব্যস্ত সময় পার করছে।

অ্যান্থনি ফাউসি বলেন, যেভাবে ভ্রমণ করা হচ্ছে তাতে সংক্রমণ অনেক বেশি বেড়ে যেতে পারে। সম্ভব হলে ভ্রমণকারীদের কিছুদিন কোয়ারেন্টাইন পালনের পরামর্শ দিয়েছেন তিনি।

এ ব্যাপারে হোয়াইট হাউসের করোনভাইরাস প্রতিক্রিয়া বিষয়ক সমন্বয়কারী ডা. দেবোরাহ বিরক্স বলেন, যারা এই ছুটির দিনগুলোতে ভ্রমণ করছেন তাদের উচিত হবে ৬৫ বছর বা তার বেশি বয়সী লোকজনের সংস্পর্শে না যাওয়া।

তিনি বলেন, আমরা এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। থ্যাঙ্কসগিভিংয়ের পর দেশজুড়ে তিন, চার বা ১০ গুণ সংক্রমণ বেড়ে যেতে পারে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন