টমেটো খেতে সবাই পছন্দ করে। আবার ত্বকের যত্নেও এর জুড়ি নেই। টমেটোর মধ্যে ত্বকের সকল সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। টমেটোতে প্রচুর পরিমাণে পটাসিয়াম ও ভিটামিন সি রয়েছে যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও টমেটোয় লাইসোপিন থাকে, যা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট।
এটা ত্বকের নানা দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দুর করে ত্বক মসৃণ করে। ত্বকের তেলচিটে ভাব, ব্ল্যাক হেড, হোয়াইট হেডস, এমনকি ব্রণের সমস্যা দূর করে টমেটো। সেই সাথে টমেটো ত্বকের নানা সমস্যাও দূর করে।
যেভাবে ব্যবহার করবেন-
প্রথমে ১০-১২টি টমেটো নিয়ে ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর টমেটোর স্কিনটা খুলে সারা মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ১০ মিনিট পরে ভালো করে পানি দিয়ে মুখটা ধুয়ে নিন। সপ্তাহে কয়েকবার এমনভাবে ত্বকের পরিচর্যা করলে বলিরেখা কমতে শুরু করবে। সেই সাথে বাড়বে স্কিনের উজ্জ্বলতা।
আনন্দবাজার/এইচ এস কে