ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠেকানো যাচ্ছেনা সয়াবিনের মূল্যবৃদ্ধি

চলতি বছরের অক্টোবরে অতি প্রয়োজনীয় পণ্য ভোজ্যতেলের দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিলেও সে অনুযায়ী দাম কমেনি। উল্টো লাফিয়ে বাড়ছে ভোজ্যতেলটির দাম। এদিকে, নারায়ণগঞ্জের পাইকারি বাজারে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আর এতে ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতারা। 

গত এক সপ্তাহের মধ্যে নিতাইগঞ্জ পাইকারি বাজারে খোলা বিক্রি হওয়া সয়াবিন তেলের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ১৬ টাকা বেড়েছে। মণে বেড়েছে ৬৪০ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গতমাসে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব দেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি)। পণ্য বিপণন আদেশ ২০১১ অনুসারে ব্যবসায়ীরা প্রস্তাব দিলে ওই প্রস্তাব নিয়ে পর্যালোচনাসভা হয় এবং বাড়ানোর কোনো কারণ খুঁজে না পাওয়ায় ব্যবসায়ীদের পাঠানো দাম অনুমোদন হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও সয়াবিন তেল—দুটো পণ্যের দাম বাড়তির পথে রয়েছে। একই সঙ্গে শীত মৌসুম শুরু হওয়ায় পাম অয়েল বেচাকেনা কমে সয়াবিন তেলের চাহিদা বেড়েছে। এসবের প্রভাব পড়েছে সয়াবিন তেলের পাইকারি বাজারে। নিতাইগঞ্জে ধারাবাহিকভাবে বাড়ছে ভোজ্যতেলটির দাম।

গতকাল নিতাইগঞ্জ পাইকারি বাজার ঘুরে চল্লিশ কেজি (১ মণ) সয়াবিন তেল ৪ হাজার ১৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়। প্রতি কেজি সয়াবিন তেলের দাম সেক্ষেত্রে ১০৪ টাকা পড়ে। এক সপ্তাহ আগেও স্থানীয় বাজারে চল্লিশ কেজি সয়াবিন তেল ৩ হাজার ৫২০ টাকায় বিক্রি হয়েছিল। প্রতি কেজি ভোজ্যতেলটির দাম ছিল ৮৮ টাকা।

অর্থাৎ নিতাইগঞ্জ পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে মণে ৬৪০ টাকা। কেজিপ্রতি ১৬ টাকা।

বাজারটিতে কেজিপ্রতি ১০৪ টাকায় বিক্রি হলেও নারায়ণগঞ্জের খুচরা বাজারে প্রতি কেজি সয়াবিন তেল ১২০-১২২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই সয়াবিন তেলের দাম কেজিতে সর্বোচ্চ ১৬-১৮ টাকা বেড়ে গেছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন