আগামী সপ্তাহ অথবা তার পরের সপ্তাহ থেকেই ভ্যাকসিন সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থ্যাংকসগিভিং ডে উপলক্ষে অন্যান্য দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন ট্রাম্প।
করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে দীর্ঘদিন ধরেই বিশ্বে শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত আমেরিকায় ১ কোটি ৩০ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এবং মারা গেছে প্রায় ২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।
ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পুরো বিশ্বই ভোগান্তির শিকার এবং আমরা কার্ভের মধ্যে আছি। তবে ভ্যাকসিনগুলি পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহ থেকে সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, প্রথম ধাপে দেশটির স্বাস্থ্যকর্মী ও বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিনটি বিতরণ করা হবে।
এর আগেও অবশ্য করোনা সংক্রমণ নিয়ে নানারকম বিতর্ক সৃষ্টিকারী কথা বলেছেন ট্রাম্প। তাই তার কথায় ভরসা করতে অনিচ্ছুক অনেকে। কিন্তু সম্ভাব্য টিকা-প্রস্তুতকারী আমেরিকার দুই সংস্থা ফাইজ়ার ও মডার্না আগেই জানিয়েছে, সরকার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিলে ডিসেম্বরে টিকা দেওয়া শুরু হয়ে যাবে।
আনন্দবাজার/টি এস পি