গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকল মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এছাড়া দুই বাজারেই সপ্তাহজুড়ে লেনদেনের পরিমাণও কমেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ১৪৮ কোটি ৯৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯০৯ কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার। অর্থাৎ সপ্তাহ ঘুরতেই ডিএসইতে লেনদেন কমেছে ৭৬০ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকার, শতাংশের হিসাবে ১৯ দশমিক ৪৫ শতাংশ।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ দশমিক ০৯ পয়েন্টে। গেল সপ্তাহে যা ছিল ৪ হাজার ৮৭৯ দশমিক ৯৬ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১০ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ।
ডিএসই-৩০ সূচক গেল সপ্তাহে ছিল ১ হাজার ৭০১ দশমিক ৩৪ পয়েন্ট। সপ্তাহ ঘুরতেই তা নেমে এসেছে ১ হাজার ৬৮৯ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস এক হাজার ১২৮.৮৮ পয়েন্ট থেকে এক হাজার ১১৮ দশমিক ৮৫ পয়েন্টে নেমে এসেছে।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেল সপ্তাহে ৮৭ কোটি ৫৭ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ডিএসই সার্বিক সূচক কমেছে দশমিক ০৪ শতাংশ।
আনন্দবাজার/ডব্লিউ এস