ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের কাশ্মীরে গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

আবারও ভারতের জম্মু-কাশ্মীরে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার। এবং আহত হয়েছেন এক সাধারণ নাগরিক। পুঞ্চ জেলার কসবা ও কিরনি সেক্টরে গতকাল বৃহস্পতিবারে ঘটনাটি ঘটেছে ।

সেনাসূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রামগুলো লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালায় পাকসেনা। এ সময় স্বতন্ত্র সিং নামের এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হন।

এছাড়া মুহাম্মদ রশিদ নামে আহত হওয়া এক সাধারণ নাগরিককে জম্মুর জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সেনার এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে পুঞ্চের কসবা ও কিরনি সেক্টরকে নিশানা করে গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী। গোলায় গুরুতর ঘায়েল হন সেনার এক জেসিও। তাকে সেনা হাসপাতালে নেয়া হলে বাঁচানো যায়নি।

এর আগে গত শনিবার জম্মু-কাশ্মীরে একাধিক সেক্টরে পাকসেনার গোলাবর্ষণে ভারতীয় সেনার এক সদস্য নিহত হন।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন