ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারো গতকাল বৃহস্পতিবার বলেছেন, আমি মনে করি ব্রাজিলিয়ানদের করোনা ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, আমি আপনাদের বলছি, আমি ভ্যাকসিন নিচ্ছি না। এটা বলার অধিকার আমার আছে।
সম্প্রতি দেশটির টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
মহামারী করোনা সংক্রমণে মৃত্যুর দিক দিয়ে বিশ্বে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত বলসোনারোও শুরু থেকে মহামারী ঠেকাতে তেমন কোন পদক্ষেপ নেননি। তিনি উপরন্তু মহামারী নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন।
গত অক্টোবরে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট মজা করে এক টুইট বার্তায় বলেছিলেন, শুধুমাত্র আমার কুকুরের জন্য করোনা ভ্যাকসিন দরকার হবে।
এছাড়া মাস্ক পরিধানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলসোনারো। তিনি বলেছেন, মাস্ক যে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পারে, এই ব্যাপারে তেমন কোন প্রমাণ নেই।
আনন্দবাজার/টি এস পি