সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্বালানি তেলের মজুদ বাড়িয়েছে। রাষ্ট্রীয় মজুদে নতুন করে ২০০ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল যুক্ত করেছে (ইউএই)। দেশটির সুপ্রিম পেট্রোলিয়াম কাউন্সিল (এসপিসি) সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইউএইতে নতুন কয়েকটি তেলকূপের সন্ধান মিলেছে। ফলে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল মজুদের পরিমাণ বেড়েছে। নতুন কূপগুলো থেকে দেশটির রাষ্ট্রীয় মজুদে যুক্ত হয়েছে ২০০ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল।
এর মধ্য দিয়ে ইউএইতে অপরিশোধিত জ্বালানি তেলের সম্মিলিত মজুদ দাঁড়িয়েছে ১০ হাজার ৭০০ কোটি ব্যারেলে। এর মধ্যে ২ হাজার ২০০ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল এখনো উত্তোলন হয়নি।
সূত্র : অয়েলপ্রাইসডটকম
আনন্দবাজার/ইউএসএস