শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা ফার্মা লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ৫৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেক্সিমেকা ফার্মা মোট ৪১ লাখ ৫৪ হাজার শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেডের ২ কোটি ১১ লাখ ১২ হাজার ৬৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার অর্থিক মূল্য ৫০ কোটি ৫৯ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৩২ লাখ ৬৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ২৭ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো : গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও নর্দার্ণ ইন্স্যুরেন্স।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  ব্লক মার্কেট : ১৬ কোটি টাকার লেনদেন

সংবাদটি শেয়ার করুন