ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরেন্দ্র অঞ্চলে আমন ধানের দামে রেকর্ড

চলতি বছর রাজশাহীতে রেকর্ড দামে বিক্রি হচ্ছে আমন ধান। ইতোমধ্যে মধ্যে বরেন্দ্র অঞ্চলের প্রায় ৭০ ভাগ আমন ধান কাটা শেষ হয়েছে। ঘাম ঝরা ফসল ঘরে তোলার স্বপ্ন বর্তমানে এ অঞ্চলের কৃষকের চোখে মুখে। অনেক স্থানেই শীতের সোনামাখা রোদ্র গায়ে মেখে আমন কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা।

তারা বলেন, চলতি বছর প্রতি বিঘায় আমনের ফলন হয়েছে ১৬-১৮ মণ।

এবার করোনার কারণে শ্রমিক সংকট এবং আবহাওয়ার প্রতিকূলতায় ধান চাষ করতে বিলম্ব ও খরচ বেশি হলেও ধানের রেকর্ড দাম পাওয়াতে ব্যাপক খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বাজারে কৃষকেরা তাদের জমির ধান পাইকারদের কাছে ১১শ’ থেকে ১৩শ’ টাকা মণ দরে বিক্রি করছেন। যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

চাতালে প্রক্রিয়াজাত শেষে উৎপাদিত চাল আড়ৎদারের কাছে বিক্রি করে পাইকাররা। তারা বলেন, চলতি বছর এ অঞ্চলে এক মণ ধানের সর্বনিম্ন মূল্যই পড়ছে সাড়ে ১২শ’ থেকে ১৩শ’ টাকা।

রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, প্রতিকূল পরিবেশের মধ্যেও প্রান্তিক কৃষকদের সার্বিক সহযোগিতা করায় ফলন ও দাম ভালো পেয়েছে।

কৃষি বিভাগের হিসাব, প্রতি হেক্টর জমিতে চলতি বছর আমনের ফলন হয়েছে ৩.৪ টন করে। জেলায় এবার সাড়ে ৭৭ হাজার হেক্টর জমি থেকে ২ লাখ ৫৬ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন