ভারতের উপকূলে পূর্ণ শক্তিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিভার। তামিলনাড়ুর মারাক্কানম ও পুদুচেরির মধ্যবর্তী অঞ্চলে বুধবার রাত এগারোটার দিকে তাণ্ডব শুরু করে শক্তিশালী এই ঝড়। ‘নিভার’ আঘাত হানার আগে থেকেই চেন্নাইসহ রাজ্যের একাধিক জেলায় শুরু হয় তীব্র বৃষ্টি। বৃষ্টির ফলে রাস্তাঘাট পানিতে ভরে যায়। এছাড়া রাতের দিকে ঝড়ের তাণ্ডব বাড়ায় মানুষের মধ্যে দেখা দেয় আতঙ্ক।
তামিলনাড়ু সরকার ঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে এখন পর্যন্ত রাজ্যের কয়েক লাখ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী আর বি উদয়কুমার জানিয়েছেন, বেশিরভাগ মানুষকে চেন্নাইয়ের দক্ষিণের নাগাপট্টিনম ও কাড্ডালোর জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তামিলনাড়ু উপকূলে রণতরী আইএনএস জ্যোতি মোতায়েন করেছে দেশটির নৌবাহিনী। খাবারসহ উদ্ধারকাজের বিভিন্ন সরঞ্জামসহ প্রস্তুত রয়েছে জাহাজটি।
সন্ধ্যা ৭টা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে চেন্নাই বিমানবন্দর। এছাড়া চেন্নাইয়ের অধিকাংশ বড় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। তামিলনাড়ু সরকারের পক্ষ জানানো হয়েছে, রাজ্যে ইতোমধ্যেই ১৫০টি ত্রাণ শিবিরকে তৈরি রাখা হয়েছে।
এছাড়া পুদুচেরিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এ সময়ে বন্ধ থাকবে সকল দোকান। তবে কেবল দুধের দোকান এবং পেট্রোল পাম্প খোলার অনুমতি দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বিমানের ৪৯টি ফ্লাইট।
আগাম সতর্কতা হিসেবে বৃহস্পতিবার ১৩ টি জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। পুদুচেরিতেও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস