এ সপ্তাহের শেষ দিকে লকডাউন শিথিল করবে ফ্রান্স। নিত্য প্রয়োজনীয় নয় যেসব দোকানগুলো বন্ধ ছিল তা এবার চালু করতে পারবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, লকডাউন শিথিলের সঙ্গে এবারের বড়দিনে সবাই পরিবারের সাথে একত্রিত হতে পারবেন। তবে বার ও রেস্তোরাঁগুলো জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।
করোনার মহামারি শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এতে মারা গেছে ৫০ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার (২৪ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সে এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ পার করেছে। তাই বড়দিনকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর থেকে লকডাউন শিথিল করা হচ্ছে।
একই সঙ্গে সাধারণ ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে এবং সিনেমা হলও চালু করা হবে জানান ম্যাক্রোঁ।
আনন্দবাজার/এম.কে