ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অনন্ত জলিলের ব্যতিক্রমী শুটিং এর ভিডিও প্রকাশ

তুরস্কে ‘দিন-দ্য ডে’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক অনন্ত জলিল। করোনার কারণে দীর্ঘদিনের বিরতি কাটিয়ে গত ৩০ অক্টোবর থেকে তুরস্কে শুরু হয়েছে বিগ বাজেটের এই ছবিটির শুটিং। সম্প্রতি তুরস্কে শুটিং এর একটি ভিডিও নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন অনন্ত জলিল।

ভিডিওতে দেখা গেছে, শুটিং ইউনিটের সদস্যরা পুলিশ স্টেশনের একটি দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছে। পূর্বপ্রস্তুতি হিসেবে ক্যারাভ্যানে বসে নিজের মেকআপ ঠিক করে নিচ্ছেন অনন্ত জলিল। তার পাশেই দেখা যাচ্ছে নায়িকা বর্ষাকে। মেকআপের ফাঁকে ইংরেজি টিমের একজনের সঙ্গে প্রয়োজনীয় আলাপ সেরে নিলেন অনন্ত।

ভিডিওতে অনন্ত জানান, খুব ঠাণ্ডায় শুটিং করছেন তারা। দর্শকের প্রত্যাশা পূরণের জন্যই এত সব আয়োজন।

প্রায় দুই বছর ধরে চলছে  আলোচিত এই সিনেমাটির কাজ। বাংলাদেশ, ইরান, আফগানিস্তান ও তুরস্কের বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান নির্যাতন, আদম পাচার, মাদকের আধিপত্য ও চোরাচালান নিয়েই মূলত গড়ে উঠেছে ‘দিন-দ্য ডে’র গল্প।

‘দিন-দ্য ডে’ পরিচালনা করছেন ইরানি পরিচালক মোস্তফা অতাশ জমজম। অনন্ত জলিল ও ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন প্রযোজিত এ সিনেমার চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন