সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজকের (২৫ নভেম্বর) লেনদেন। তবে সূচক বাড়লেও দুই বাজারেই লেনদেন কমেছে।
আজ বুধবার দিনশেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬১ পয়েন্টে রয়েছে। এছাড়া ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১১১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৬৮১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গতকালের চেয়ে যা ৬৯ কোটি টাকা কম। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৭১ কোটি ৩ লাখ টাকার।
লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টি কোম্পানির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২১ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির কোম্পানির শেয়ার দর।
আনন্দবাজার/ডব্লিউ এস