ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্টোবরে জাপানের কয়লা আমদানিতে প্রবৃদ্ধি

আন্তর্জাতিক বাজার থেকে কয়লা আমদানি বাড়িয়েছে জাপান। এই জেরে  চলতি বছরের অক্টোবরে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানিতে ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে।

বিশ্বের শীর্ষ কয়লা আমদানিকারক দেশ জাপান। ২০১৯ সালে জ্বালানি পণ্যটির বৈশ্বিক আমদানি বাণিজ্যের ১৭ দশমিক ৬ শতাংশ এককভাবে জাপানের দখলে ছিল। বছরজুড়ে ২ হাজার ২৩০ কোটি ডলারের কয়লা আমদানি করেছে টোকিও।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২০ সালের অক্টোবরে জাপানি আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সর্বমোট ৯৩ লাখ টন কয়লা আমদানি করেছেন। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি বেড়েছে ১ দশমিক ২ শতাংশ বা ১ লাখ ১০ হাজার টন।

খাতসংশ্লিষ্টরা বলছেন, শীত মৌসুমে ঘর গরম করার কাজে জাপানে কয়লার চাহিদা বেড়ে যায়। এ সময় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতেও জ্বালানি পণ্যটির চাহিদা বেশি থাকে। তাই শীত শুরুর আগেই অক্টোবরে কয়লা আমদানি বাড়িয়েছে দেশটি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন