ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ইলিশ ৮০০ টাকা

নানা প্রজাতির ছোট – বড় সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে বাগেরহাটে। দামও আগের তুলনায় অনেক কম। এ বাজারে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। 

কাকডাকা ভোরে আশপাশের জেলা থেকে ক্রেতা ও পাইকাররা ভিড় করেন বাগেরহাট শহরের দড়াটানা নদীর তীরে কেবি মাছ বাজারে। সাগর থেকে সরাসরি এই ঘাটে নোঙর করে মাছ ধরা ট্রলারগুলো। সেখান থেকে শ্রমিকরা ঝুড়িতে করে বাজারে নিয়ে বিক্রি করেন মাছ।

নানা প্রজাতির সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে, মেদ, ঢেলা চ্যালা, জাবা, পোয়া, লইট্যা, কলম্বো, চন্দনা, টেংরাসহ ইত্যাদি।

কেবি বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। এ ছাড়া জাবা ও পোয়াসহ অন্য মাছ ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে।

এই বাজারে দিন দিন আড়তদারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাও বাড়ছে। মৎস্যজীবীরা বলছেন, বাজারের পরিধি আরও বাড়ানো দরকার। ১৯৮৪ সালে সামুদ্রিক মাছের কেবি বাজারটি গড়ে ওঠে।

সূত্র : সময়

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন