শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানের দিনে বেড়েছে লেনদেন

সূচকের উত্থানেই শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর আজকের (মঙ্গলবার) ‍লেনদেন। এছাড়া ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

দিনশেষে মোট লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত দিনের তুলনায় যা ৪৯ কোটি ৭৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৬২১ কোটি ২৮ লাখ টাকার।

এদিন ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টির দাম বেড়েছে, ৭১টির কমেছে এবং ১০১টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮১ পয়েন্টে। আজ সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, ৪৫টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  সূচক বেড়েছে ডিএসই ও সিএসই’র

সংবাদটি শেয়ার করুন