ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার ইস্পাত শিল্পে ধস

চলতি বছর করোনা মহামারির ধাক্কায় ধস নেমেছে দক্ষিণ কোরিয়ার ইস্পাত শিল্পে। আগে থেকেই মন্দার মুখে ছিল দেশটির ইস্পাত উৎপাদন। আর এ উৎপাদন কমে আসায় গত বছর শীর্ষ ইস্পাত উৎপাদনকারীদের বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্রের কাছে অবস্থান হারায় দেশটি। 

চার বছর পর আবার দেশটিতে শিল্প ধাতুটির বার্ষিক উৎপাদন সাত কোটি টনের নিচে নেমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এর পেছনে নভেল করোনাভাইরাসের মহামারীকে দায়ী করছেন বিশ্লেষকরা।

কোরিয়া আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন (কেআইএসএ) ও ডব্লিউএসএর তথ্য বিশ্লেষণ করে বলা হচ্ছে, ২০২০ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার কারখানাগুলোয় ৪ কোটি ৯৬ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে।

আগের বছরের একই সময়ের তুলনায় গত জানুয়ারি-সেপ্টেম্বরে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন কমেছে ৭ দশমিক ৫ শতাংশ।

দেশটিতে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন কমার ৭ দশমিক ৫ শতাংশ এ হার বৈশ্বিক গড়ের তুলনায় বেশি। চলতি বছরের প্রথম নয় মাসে বিশ্বজুড়ে শিল্প ধাতুটির উৎপাদন কমেছে ৩ দশমিক ২ শতাংশ।

কেআইএসএর এক পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ইস্পাত উৎপাদন খাতে বিদ্যমান মন্দা ভাব বছরজুড়ে বজায় থাকতে পারে। ২০২০ সাল শেষে দেশটিতে শিল্প ধাতুটির বার্ষিক উৎপাদন নেমে আসতে পারে ৬ কোটি ৭০ লাখ টনে।

সে হিসাবে ২০১৯ সালের তুলনায় চলতি বছর দেশটিতে ইস্পাত উৎপাদন কমতে পারে প্রায় ৪৪ লাখ টন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন