ফেসবুক ডটকম ডট বিডি নামে ডোমেইন নিবন্ধন করার অভিযোগ উঠেছে বাংলাদেশি প্রতিষ্ঠান এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এস কে শামসুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছে ফেসবুক। আজ রবিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত। ওই মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আজিজুর রহমান জানান, ফেসবুকের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর থেকে ফেসবুক ডটকম নামটি নিবন্ধন করায়। কিন্তু ২০১০ সালে ফেসবুড ডটকম ডট বিডি নামে একটি ডোমেইন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছ থেকে বরাদ্দ নেন এস কে শামসুল ইসলাম।
পাশাপাশি ওই ডোমেইনটি বিক্রি করার জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়। ২০১৬ সালে ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। এরপরই ডোমেইনটি বন্ধ করার জন্য আইনি নোটিশ পাঠায় ফেসবুক। তবে তখন তা বন্ধ করা হয়নি।
ডোমেইনটির দাম ৬ মিলিয়ন ডলার বা ৫১ কোটি টাকা চেয়েছেন এস কে শামসুল ইসলাম।
ডোমেনটি যাতে বিবাদীরা হস্তান্তর করতে না পারেন, সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে ফেসবুক কতৃপক্ষ।
আনন্দবাজার/টি এস পি