ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা ৫ বছর তুরস্কের গম রফতানিতে প্রবৃদ্ধি

গম রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় তুরস্কের অবস্থান নবম। টানা পাঁচ বছর ধরে তুরস্কের গম রফতানিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে। চলতি বছর শেষেও এ ধারাবাহিকতা বজায় থাকতে পারে।

২০২০ সাল শেষে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি আগের বছরের তুলনায় ৬ শতাংশের বেশি বেড়ে ৭০ লাখ টনের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে সর্বমোট ৬৮ লাখ টন গম রফতানি হতে পারে, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ বেশি।

গত বছর দেশটিতে থেকে সর্বমোট ৬৪ লাখ টন গম রফতানি হয়েছিল। সেই হিসাবে তুরস্ক থেকে কৃষিপণ্যটির রফতানি এক বছরের ব্যবধানে চার লাখ টন বাড়ার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন