সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রবিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গত দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
রবিবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কর্মদিবসের থেকে ৮৯ কোটি ৭৭ লাখ টাকা কম। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৫ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।
এদিন ডিএসইতে মোট ৩৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ার দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ৯৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে আজ হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।
আনন্দবাজার/এম.কে

