গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেইয়ের পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে অংশ দেশটির নিয়েছে কয়েকশ মানুষ। শনিবার দাঙ্গা পুলিশ আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করার সময় বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনের একাংশে আগুন ধরিয়ে দেয়।
দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত বুধবার রাতে বিক্ষোভকারীরা কংগ্রেসে পাস হওয়া বাজেটের বিরুদ্ধে ক্ষোভ জানানোর পাশাপাশি গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেইয়ের পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, পাস হওয়া বাজেটে সেসব বড় বড় স্থাপনা নির্মাণ প্রকল্পকেই অগ্রাধিকার দেয়া হয়েছে, যেগুলো দেখভালের দায়িত্বে আছে সরকার ঘনিষ্ঠ বিভিন্ন কোম্পানি।
তাদের অভিযোগ, চলতি করোনা মহামারী সামাজিক ও অর্থনৈতিক খাতে যে নেতিবাচক প্রভাব ফেলেছে বাজেটে তাও উপেক্ষিত হয়েছে।
এর আগে দেশটির পার্লামেন্ট কংগ্রেস অব দ্য রিপাবলিক ভবনে হানা দিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারীরা।
আনন্দবাজার/টি এস পি