ঢাকা | শনিবার
২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে সর্জন পদ্ধতিতে মিশ্র চাষে সাফল্য

নাটোরে সর্জন পদ্ধতিতে মিশ্র চাষে সাফল্য ব্যাপক সফলতা পেয়েছেন জুলহাস নবী প্রদীপ। তবে নতুন হলেও এই পদ্ধতি অনেক সাড়া ফেলেছে তরুণ উদ্যোক্তাদের মধ্যে। চারিদিকে পরিখা খনন করে পানি নিষ্কাসন ও প্রয়োজনে সেচ দিয়ে চাষ করা হচ্ছে ফল চাষ ও মাছ।

জানা গেছে, মাটি কেটে উঁচু করে আড়া বেঁধে তার ফাঁকে তৈরি করা হয় নালা। আড়ার ওপরে নানা শাকসবজি আর নালাতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করাকে সর্জন পদ্ধতি বলে।

২০১৭ সালে এই সর্জন পদ্ধতিতে জেলার শহরে নিজেদের ৩০ বিঘা জমিতে মিশ্র ফলবাগান ও মাছ চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ।

বর্তমানে তার গ্রীন পার্কে দার্জিলিং কমলা, বারি ও মিশরীয় দুই জাতের মাল্টা, বিভিন্ন রঙের ড্রাগন ফল ও মাছ চাষ হচ্ছে। পাশাপাশি চারা বিক্রি করেও করছেন বাড়তি আয়।

এখন অনেকেই তার সাফল্য দেখে আগ্রহ দেখাচ্ছেন সর্জন পদ্ধতির ব্যাপারে। এছাড়া, প্রদীপের খামারে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাটোর সদরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদুল ইসলাম।

সর্জন পদ্ধতিতে এই মিশ্র ফলচাষের সাফল্য যুব এবং তরুণ উদ্যোক্তাকে আরও সাবলম্বী হতে আগ্রহী করে তুলবে বলে আশা সংশ্লিষ্টদের।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন